আমিরাতি প্রেসিডেন্টের মস্কো সফর
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল বলে মন্তব্য করলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতিকে অত্যন্ত জটিল বলে বর্ণনা করেছেন।
গতকাল (রোববার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো সফররত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে সাক্ষাতে তিনি একথা বলেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য তিনি আমিরাতি প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছেন।
বার্তা সংস্থা তাস জানায়, বৈঠকের আগে প্রেসিডেন্ট পুতিন সাংবাদিকদের বলেন, "অবশ্যই আমরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলব। পরিস্থিতি খুবই কঠিন।"
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট বলেন, "আজকে আমরা অনেক বিষয় ও ইস্যু নিয়ে আলোচনা করব। উদাহরণস্বরূপ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আমি আশা করি আজকে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব।"#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২১