হুদাইদায় আগ্রাসন চালালে মার্কিনীদের ভিয়েতনামের চেয়েও খারাপ পরিণতি বরণ করতে হবে
https://parstoday.ir/bn/news/event-i142878-হুদাইদায়_আগ্রাসন_চালালে_মার্কিনীদের_ভিয়েতনামের_চেয়েও_খারাপ_পরিণতি_বরণ_করতে_হবে
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ বন্দরে আগ্রাসন চালালে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনারা যে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিল তার চেয়েও খারাপ পরিণতি বরণ করতে হবে। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আহমেদ আলী আমের আজ (সোমবার) এক্স পেইজে এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ২১, ২০২৪ ১৮:৫০ Asia/Dhaka
  • হুদাইদায় আগ্রাসন চালালে মার্কিনীদের ভিয়েতনামের চেয়েও খারাপ পরিণতি বরণ করতে হবে

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ বন্দরে আগ্রাসন চালালে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনারা যে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিল তার চেয়েও খারাপ পরিণতি বরণ করতে হবে। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আহমেদ আলী আমের আজ (সোমবার) এক্স পেইজে এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 

তিনি বলেন, মার্কিন প্রশাসন কথিত পরিকল্পনা সম্পর্কে তথ্য ফাঁস করতে শুরু করেছে যাতে ইয়েমেন ফিলিস্তিনের সমর্থনে ইসরাইল এবং ইসরাইল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করতে বাধ্য হয়। আলী আমেরের মতে, আরব উপদ্বীপের এ দেশটির ক্ষতি করার সর্বাত্মক প্রচেষ্টা বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটন এই তথ্য প্রকাশ করতে শুরু করেছে।

ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, "যদি আমেরিকা তাড়াহুড়ো করে কাজ করে তবে তাদেরকে ভিয়েতনামের নরক দেখতে হবে।" তিনি জোর দিয়ে বলেন, "স্বাধীন মানুষ কখনো নতজানু হয় না এবং মার্কিনিরা আল্লাহর নিয়োগ করা শাসক নয়।"

ভিয়েতনাম যুদ্ধে যখন কয়েক হাজার মার্কিন সেনা নিহত হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২১