​​​​​​​ইরানের সঙ্গে সৌদির যৌথ নৌ মহড়ার অনুরোধ
(last modified Wed, 23 Oct 2024 05:11:42 GMT )
অক্টোবর ২৩, ২০২৪ ১১:১১ Asia/Dhaka
  • ইরানের যুদ্ধ-জাহাজ
    ইরানের যুদ্ধ-জাহাজ

​​​​​​​ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি ঘোষণা করেছেন যে, আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সৌদি আরব একটি যৌথ নৌ মহড়া অনুষ্ঠানের আগ্রহ প্রকাশ করেছে।

লোহিত সাগরে ইরানের নৌবাহিনীর কার্যক্রম তুলে ধরে শাহরাম ইরানি বলেন, সৌদি আরব ওই অঞ্চলে একটি সম্মিলিত মহড়া অনুষ্ঠানের প্রস্তাব করেছে। পাশাপাশি দুই দেশ বন্দরে তাদের উপস্থিতির বিষয়ে পরস্পরকে আমন্ত্রণ জানিয়েছে।

শাহরাম ইরানি বলেন, দুই পক্ষের উদ্যোগের মধ্যে একটি দ্বিপক্ষীয় মহড়ার পরিকল্পনা এবং অন্যান্য দেশের সম্ভাব্য অংশগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে। "এই মহড়া বাস্তবায়ন করার জন্য বর্তমানে সমন্বয় প্রচেষ্টা চলছে এবং দুই পক্ষ প্রয়োজনীয় আলোচনায় অংশ নেবে।"

উভয় পক্ষের সামরিক পর্যবেক্ষকরা এই মহড়ার ফলাফল এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক গতিশীলতার ওপর এর সম্ভাব্য প্রভাব বিশেষ মনোযোগ দিয়ে মূল্যায়ন করবেন।

লোহিত সাগরে প্রস্তাবিত এই যৌথ নৌ মহড়া এই অঞ্চলে ইরান ও সৌদি আরবের মধ্যে সামরিক সহযোগিতার তৃতীয় উদাহরণ হিসেবে বিবেচিত হবে। ২০১৮ সালে ওমান এবং পাকিস্তানের পাশাপাশি ইরান ও সৌদি আরব ভারত মহাসাগরে "কোয়ালিশন অব ফ্রেন্ডশিপ" নামে একটি যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছিল৷ এছাড়া, চলতি সপ্তাহে ইরানের দক্ষিণ জলসীমায় নয়টি দেশের অংশগ্রহণে যে নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে তাতে সৌদি আরব অংশ নিয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

 

ট্যাগ