জম্মু-কাশ্মীরে সেনার গুলিতে ১ গেরিলা নিহত
(last modified Mon, 28 Oct 2024 08:33:31 GMT )
অক্টোবর ২৮, ২০২৪ ১৪:৩৩ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে সেনার গুলিতে ১ গেরিলা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে এক গেরিলা নিহত হয়েছে। গেরিলারা আখনুর সেক্টরে বাতাল এলাকায় সেনা সদস্যদের  গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। তখন সেনা জওয়ানদের গুলিতে ১ গেরিলার মৃত্যু হয়।

সেনা সূত্র জানিয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ বাতাল এলাকায় সেনার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে ৩ জন গেরিলা। হামলার সাথে সাথেই সতর্ক হয়ে যায় সেনারা। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। আর তখনই সেনাদের গুলিতে ১ জন গেরিলার মৃত্যু হয় বাকি দুজনকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে।

আসন্ন দীপাবলি উৎসবে গেরিলা হামলা যাতে না ঘটে সে লক্ষ্যে জম্মু ও কাশ্মীরের নিরপত্তা জোরদার করা হয়েছে। এরইমধ্যে এই হামলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।

গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে একের পর এক গেরিলা হামলার ঘটনায় সেনাসদস্যদের ঘুম হারাম হয়েছে।

২৪ অক্টোবর বারামুলায় সেনার গাড়িতে গেরিলা হামলায় দুই সেনা জওয়ান-সহ ৪ জন নিহত হয়। তারআগে গান্দেরবালে ও শ্রীনগর-লেহ জাতীয় সড়কে নির্মণাধীন সুড়ঙ্গের কাছে গেরিলা হামলায় ৬ শ্রমিকের মৃত্যু হয়।

পরপর ঘটে যাওয়া এসব হামলার ফলে গোটা জম্মু ও কাশ্মীর জুড়ে গেরিলাদের বিরুদ্ধে সেনা তল্লাশি জোরদার করা হয়েছে।#

পার্সটুডে/জিএআর/২৮