ইসরাইলি আগ্রাসনের জবাব দেয়ার প্রত্যয়
দায়মুক্তির কারণে ইসরাইলের সাহস বেড়ে গেছে: ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের নিশ্চিত জবাব দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “ইহুদিবাদী ইসরাইলকে জবাব দেয়ার অধিকার ইরান পরিত্যাগ করবে না। ইসরাইলি আগ্রাসনের জবাব দেয়া একটি অধিকার এবং সরকারের দায়িত্ব। জবাব দেয়ার ব্যাপারে আমরা নিশ্চিত এবং খুবই আন্তরিক।”
গত শনিবার রাতে ইহুদিবাদী ইসরাইল ইরানের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা চালায়। এতে অন্তত ইরানের চার সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি শহীদ হন।
এই আগ্রাসন সম্পর্কে বাকায়ি বলেন, ইরান আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিটি জায়গায় আহ্বান জানিয়েছে যে, ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে হবে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরাইলকে থামানোর জন্য বিশেষ পদক্ষেপ নেয়া হয়নি। বরং ইসরাইল দায় মুক্তি পেয়েছে। এ কারণে তাদের সাহস আরো বেড়ে গেছে।
বাকায়ি বলেন, আমেরিকার সমর্থন নিয়ে ইসরাইল আরো বেশি অপরাধযজ্ঞ চালাতে উৎসাহী হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরাইলের জন্য আমেরিকাকে অস্ত্র, গোয়েন্দা তথ্য, এবং রাজনৈতিক সমর্থন দেয়া বন্ধ করতে হবে বলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করেন।#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।