লোহিত সাগর ও আরব সাগরে ৩ জাহাজে হামলা চালাল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i143140-লোহিত_সাগর_ও_আরব_সাগরে_৩_জাহাজে_হামলা_চালাল_ইয়েমেন
ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও আরব সাগরে ইসরাইল অভিমুখী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে। ওই বাহিনী বলেছে, ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর তারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা লঙ্ঘন করায় জাহাজগুলোর ওপর হামলা চালানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৯, ২০২৪ ১০:০৪ Asia/Dhaka
  • লোহিত সাগর ও আরব সাগরে ৩ জাহাজে হামলা চালাল ইয়েমেন

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও আরব সাগরে ইসরাইল অভিমুখী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে। ওই বাহিনী বলেছে, ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর তারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা লঙ্ঘন করায় জাহাজগুলোর ওপর হামলা চালানো হয়।

ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (সোমবার) টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে এ তথ্য ঘোষণা করেন।

তিনি বলেন, আরব সাগরে ‘এসসি মনট্রিল’ নামক জাহাজে দু’টি ড্রোন ব্যবহার করে এবং একই সাগরে ‘মায়েরস্ক কৌলুন’ নামের জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এছাড়া, লোহিত সাগরে ‘মোতারো’ নামক জাহাজ লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে তিনি জানান।

তবে এসব হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে শত শত হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এছাড়া, তারা ইসরাইলের অভ্যন্তরেও বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার কোনো কোনোটি ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন ইসরাইলি শহরে আঘাত হেনেছে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।