পত্রপাঠ খারিজ করলেন খাড়গে
‘অসম্ভব’, নরেন্দ্র মোদির ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব
জাতীয় ঐক্য দিবসের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, শীঘ্রই এক দেশ, এক নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে দেশ। কিন্তু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীর সেই দাবি পত্রপাঠ উড়িয়ে দিলেন। তার সাফ কথা, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সেটা সংসদে পাশ করাতে হবে। যা অসম্ভব।
আজ(বৃহস্পতিবার) জাতীয় ঐক্য দিবসের মঞ্চে মোদি বলেন, 'আমরা এখন এক দেশ-এক নির্বাচনের দিকে এগোচ্ছি। এটা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করবে। এর ফলে উন্নত ভারতের স্বপ্ন নতুন করে গতি পাবে।'
এদিকে মোদির বক্তব্যের বিপরীতে খাড়গে বলেছেন, “প্রধানমন্ত্রী যেটা বলছেন, সেটা তিনি করবেন না। কারণ এটা করতে হলে সংসদে সব দলকে সমর্থন করতে হবে। যেটা অসম্ভব। ফলে এক দেশ-এক নির্বাচন হওয়া অসম্ভব ব্যাপার।'
কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়েছে ‘এক দেশ এক নির্বাচন’ প্রস্তাব। সব ঠিক থাকলে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই পেশ করা হবে এক দেশ-এক নির্বাচন বিল। কিন্তু লোকসভায় পেশ হলেও সেটা পাশ হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার আর আগের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নয়। জোটসঙ্গীদের উপর নির্ভর করতে হচ্ছে প্রধানমন্ত্রীকে। আবার সঙ্গীদের অনেকেই এই প্রস্তাবের বিরোধিতা করতে পারে।
এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া কার্যকর করার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে যে কমিটি গড়েছে মোদি সরকার, সেই কমিটির সুপারিশ বলছে, এক দেশ-এক নির্বাচন কার্যকর করতে হলে বেশ কয়েকটি সংবিধান সংশোধনী আনতে হবে। ৩৬৮(২) ধারা অনুযায়ী সংবিধান সংশোধনীর জন্য সংসদের দুই কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়।#
পার্সটুডে/জিএআর/৩১