আইআরজিসি'র মুখপাত্রের হুঁশিয়ারি
প্রতিশোধমূলক হামলার ধরন উপলব্ধি করার সক্ষমতাই ইসরাইলের নেই: ইরান
-
আলী মোহাম্মাদ নায়িনি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মাদ নায়িনি বলেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার ধরন উপলব্ধি করার সক্ষমতাই ইহুদিবাদী ইসরাইলের নেই। দখলদার সরকারের সাম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসনের ‘নিশ্চিত ও চূড়ান্ত’ জবাব দেয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ইসরাইল গত ২৬ অক্টোবর ইরানি ভূমিতে যে আগ্রাসী হামলা চালিয়েছে তার সম্ভাব্য জবাব সম্পর্কে শনিবার তেহরানে দেয়া এক বক্তব্যে জেনারেল নায়িনি এ হুঁশিয়ারি দেন।
ইরান এরইমধ্যে অপারেশন ট্রু প্রমিজ ১ ও ২ নামের দু’টি অভিযান চালিয়েছে যেখানে ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়।
নায়িনি বলেন, যারা ইরানের জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করে তেহরান তাদেরকে এমন শাস্তি ও শিক্ষা দিতে সক্ষম যা শত্রু কল্পনাও করতে পারে না।
আইআরজিসি’র মুখপাত্র বলেন, অপারেশন ট্রু প্রমিজ-২ ছিল ইহুদিবাদীদের পরাভূত করা গল্পের শুরু। কাজেই ইসরাইলের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে ইরানের হাতে অপার বিস্ময় অপেক্ষা করছে এবং তেহরান দেখিয়ে দেবে যে, ইরানের পদক্ষেপ বুঝে ওঠার সক্ষমতাও ইহুদিবাদীদের নেই।
জেনারেল নায়িনি সুস্পষ্ট করে বলেন, “আমি স্পষ্ট ও দৃঢ়ভাবে একথা বলতে চাই যে, শত্রুর সাম্প্রতিক আগ্রাসনের নিশ্চিত ও চূড়ান্ত জবাব দেয়া হবে। সে জবাব হবে শত্রুর ধারনাতীত, প্রজ্ঞাপূর্ণ ও শক্তিশালী।” তিনি বলেন, ইসরাইলকে এমন শিক্ষা দেয়া হবে যাতে সে আরেকবার এমন কাজ করার আগে একশ’বার ভাবতে বাধ্য হয়।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৩