দিমিত্রি মেদভেদেভের মন্তব্য
‘পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে মস্কোকে ছোট করে দেখছে পাশ্চাত্য’
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আমেরিকা এবং তার মিত্ররা ভুল করে বিশ্বাস করছে যে, রাশিয়া কখনো পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সীমারেখা লঙ্ঘন করবে না। রাশিয়া টুডে-কে গতকাল (শনিবার) দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
মেদভেদেভ বলেন, পশ্চিমা বিশ্বের নেতারা তাদের পূর্বসূরীদের মতো চিন্তা ভাবনায় ততটা অগ্রগামী নন এবং অস্তিত্ব রক্ষার জন্য রাশিয়া যেকোনো উপায় অবলম্বন করতে পারে, তারা বিষয়টি বুঝতে ব্যর্থ হয়েছেন।
দ্বিমিত্রি মেদভেদেভ বলেন, “যেহেতু পশ্চিমা নেতারা খুব মেধাবী নন সে কারণে তারা একটি ভুল হিসাব নিকাশ করছেন। যেকোনো কারণেই হোক তারা ভাবছেন- রাশিয়া কখনো সুনির্দিষ্ট সীমারেখা অতিক্রম করবে না। কিন্তু তাদের এই হিসাব ভুল। যেমনটি আমাদের প্রেসিডেন্ট বারবার বলেছেন, যদি আমাদের রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার প্রশ্ন আসে, তখন পরমাণু অস্ত্র ব্যবহার ছাড়া আমাদের সামনে একেবারেই কোনো পথ খোলা থাকবে না।”
দিমিত্রি মেদভেদেভ জোর দিয়ে বলেন, যেকোনো পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রের শেষ ব্যক্তি হিসেবে নিজের দেশ রক্ষার দায়িত্ব গ্রহণ করেন। এক্ষেত্রে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলযের মতো পশ্চিমা নেতাদের কারো কারো মধ্যে তাদের পূর্বসূরীদের মতো বুদ্ধি ও তীক্ষ্ণ জ্ঞানের ঘাটতি রয়েছে।
মেদভেদেভ আরো বলেন, পাশ্চাত্যে ‘রাজনৈতিক শ্রেণী’ হারিয়ে যাচ্ছে এবং আমলারা রাজনীতিতে আসছেন। তারা বুঝতে পারছেন না রাজনীতি কিভাবে কাজ করে। এটা মারাত্মক একটি বিপর্যয়।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩