উত্তরাখণ্ডে গভীর খাদে যাত্রীবোঝাই বাস, নিহত ৩৬
https://parstoday.ir/bn/news/event-i143392
ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের রামনগরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০৪, ২০২৪ ১৩:৫৭ Asia/Dhaka
  • উত্তরাখণ্ডে গভীর খাদে যাত্রীবোঝাই বাস, নিহত ৩৬

ভারতের উত্তরাখণ্ডের নৈনিতালের রামনগরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নৈনিতাল জেলার অন্তর্গত রামনগরে আজ (সোমবার সকালে) বাসটি খাদে পড়ে যায়। একটি ভিডিওতে দেখা যায়, পাহাড়ি খরস্রোতা নদীর ধারে একটি বাস উল্টে পড়ে রয়েছে। স্থানীয় বহু মানুষ বাস থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করছে। আর সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখানো হয়েছে, উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ উদ্ধারকাজের উদ্ধারকাজে যোগ দিয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, সরকারি কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণের কাজে আরও গতি আনতে বলা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে একে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। 

তিনি বলেছেন, আলমোরা জেলার মারচুলার কাছে এই দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ চালায়।   

মহকুমা প্রশাসক সঞ্জয় কুমার জানিয়েছেন, কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভেতরে অনেকেই এখনও আটকে রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।#

পার্সটুডে/জিএআর/৪