বিশ্ব নেতাদের অভিনন্দন
ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত
ডেমোক্র্যাট কমল হ্যারিসকে হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সুইং স্টেট উইসকনসিনে জয়ের মধ্য দিয়ে ২৭০ ইলেক্টোরাল ভোটের ম্যাজিক নম্বর ছাড়িয়ে যান তিনি।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ২৭০টির প্রয়োজন। আর ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে ২৭৭টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন। আর কমলা হ্যারিস ২২৪ ভোট পেয়েছেন। এর ফলে চারবছর পরে আবার নির্বাচনে জয় পেলেন রিপাবলিকান প্রার্থী। ১৮৯২ সালে গ্রোভার ক্লিভল্যান্ডের পর ট্রাম্পই হতে যাচ্ছেন প্রথম প্রেসিডেন্ট যিনি পরপর দুই মেয়াদে না জিতেও দুইবার মার্কিন প্রেসিডেন্ট হলেন। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন।
দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার পথে এবার পপুলার ভোটেও এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এ পর্যন্ত ট্রাম্প পেয়েছেন মোট ৬ কোটি ৯৩ লাখ ১ হাজার ৩০০ পপুলার ভোট (৫১.১%)। আর হ্যারিস পেয়েছেন ৬ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার ১০১ পপুলার ভোট (৪৭.২)।
ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস হার স্বীকার করে কোনো বিবৃতি এখনো দেননি। সমর্থকদের সামনেও তিনি আসেননি। অবশ্য ম্যাজিক ফিগারে পৌঁছার আগেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন।
ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে তার ওয়াচ পার্টিতে সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, একটি “শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ আমেরিকা তৈরি না পর্যন্ত তিনি বিশ্রাম নেবেন না।”
নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা না হলেও এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্পকে শুভেচ্ছা জানানো বিশ্বনেতাদের মধ্যে আছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ অনেকে।#
পার্সটুডে/এমএআর/৫