ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
ট্রাম্পের বিজয় আমেরিকার জন্য 'ভুল নীতি' সংশোধনের সুযোগ
ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, নতুন মার্কিন সরকারকে তার নীতি ও দৃষ্টিভঙ্গীর ভিত্তিতে বিচার করবে তেহরান। গতকাল (বুধবার) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর একথা বলল ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি বাকায়ি আজ বলেন, ট্রাম্পের বিজয়ের মধ্যদিয়ে আমেরিকা তার অতীতের "ভুল নীতি" পুনর্মূল্যায়নের সুযোগ পেয়েছে।
২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর ইরানের সাথে ছয় জাতিগোষ্ঠীর সই করা পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেয়। পাশাপাশি ইরানের ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন।
বাকায়ি বলেন, "অতীতে বিভিন্ন মার্কিন সরকারের নীতি এবং দৃষ্টিভঙ্গী নিয়ে আমাদের খুবই তিক্ত অভিজ্ঞতা রয়েছে।" তিনি আরো বলেন, সেক্ষেত্রে এবারের নির্বাচনের ফলাফল অতীতের ভুল নীতি ও দৃষ্টিভঙ্গী পর্যালোচনা এবং সংশোধনের একটি সুযোগ।
বাকায়ি ইরানের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, মার্কিন নির্বাচনের ফলাফল ইরানের ওপর কোনো প্রভাব ফেলবে না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করা সেই দেশের জনগণের দায়িত্ব এবং এখন তারা তাদের পছন্দ ঠিক করেছে। ইরানের জন্য যা গুরুত্বপূর্ণ তা হলো মার্কিন সরকারের কর্মকাণ্ড।#
পার্সটুডে/এসআইবি/৭