তেহরান সফরে জেনারেল রুয়াইলি
প্রতিরক্ষা কূটনীতি শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করলেন ইরান ও সৌদি সেনাপ্রধানরা
ইরান ও সৌদি আরবের সেনাপ্রধানরা দু’দেশের মধ্যে প্রতিরক্ষা কূটনীতি শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেছেন। ইহুদিবাদী ইসরাইলি বাহিনী যখন পশ্চিম এশিয়ায় নিজের আগ্রাসন ও উত্তেজনা সৃষ্টিকারী তৎপরতা জোরেসোরে চালিয়ে যাচ্ছে তখন তেহরানে এ আলোচনা অনুষ্ঠিত হলো।
ইরানের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে সৌদি সেনাপ্রধান জেনারেল ফাইয়্যাদ বিন হামেদ আল-রুয়াইলি গতকাল (রোববার) একটি শক্তিশালী সামরিক প্রতিনিধিদল নিয়ে তেহরান সফরে আসেন।
রোববারই ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরির সঙ্গে বৈঠক করেন জেনারেল রুয়াইলি। বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার উপায়ে নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে জেনারেল বাকেরি বলেন, নানা ক্ষেত্রে দু’দেশের মধ্যে যৌথ সক্ষমতা বিদ্যমান থাকায় ইরান ও সৌদি আরবের মধ্যে সামরিক খাতে সহযোগিতা বিস্তারের যথেষ্ট সুযোগ রয়েছে।
ইরানে আগামী বছর অনুষ্ঠেয় নৌ-মহড়ায় সৌদি আরবকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান ইরানের সেনাপ্রধান। তিনি সৌদি প্রতিরক্ষামন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাতে জেনারেল রুয়াইলি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা শক্তিশালী করতে তেহরান ও রিয়াদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ লক্ষ্যে তিনি ইরানের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সহযোগিতা শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১১