ইরাকের সাথে নিরাপত্তা সহযোগিতা চুক্তি অর্থনৈতিক সম্পর্কের চাবিকাঠি
(last modified Tue, 12 Nov 2024 06:03:26 GMT )
নভেম্বর ১২, ২০২৪ ১২:০৩ Asia/Dhaka
  • ইরাকের সাথে নিরাপত্তা সহযোগিতা চুক্তি অর্থনৈতিক সম্পর্কের চাবিকাঠি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরাকের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করলে তা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে সাহায্য করবে।

তিনি বলেন, “আমরা ইরাকের নিরাপত্তাকে ইরানের নিরাপত্তা বলে মনে করি এবং আশা করি নিরাপত্তা চুক্তির পূর্ণ বাস্তবায়নের সাথে সাথে সীমান্তে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা করা হবে।” তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজির সাথে এক বৈঠকে আরাকচি একথা বলেন।

তিনি আরো বলেন, তেহরান এবং বাগদাদ বিভিন্ন ক্ষেত্রে "কৌশলগত, বিশেষ সুবিধাপ্রাপ্ত এবং খুব ভাল" সম্পর্ক উপভোগ করছে। দুই দেশের মধ্যে সই হওয়া নিরাপত্তা চুক্তিকে তিনি অর্থনৈতিক সম্পর্কের চাবিকাঠি বলে উল্লেখ করেন।

গত সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইরাক সফরের সময় গুরুত্বপূর্ণ অর্জনের দিকে ইঙ্গিত করে আরাকচি বলেন, প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে দুই দেশের মধ্যে চুক্তির বাস্তবায়ন এবং পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি তত্ত্বাবধান করছেন।

ইরান ও ইরাক ২০২৩ সালের মার্চ মাসে বাগদাদে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে যাতে দুই দেশ যৌথভাবে সীমান্ত রক্ষার অঙ্গীকার করেছে।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।