এক বছরে গাজায় সাংবাদিক হত্যায় ইসরাইলের বিশ্ব-রেকর্ড
https://parstoday.ir/bn/news/event-i143724-এক_বছরে_গাজায়_সাংবাদিক_হত্যায়_ইসরাইলের_বিশ্ব_রেকর্ড
গাজায় গত এক বছরে ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা সেখানে কয়েক দশকের সংঘাতে নিহত সাংবাদিকদের সংখ্যার চেয়েও বেশি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৩, ২০২৪ ১৩:১০ Asia/Dhaka
  • সাম্প্রতিক ইসরাইলি হামলায় নিহত দু\'জন ফিলিস্তিনি সাংবাদিকের লাশ
    সাম্প্রতিক ইসরাইলি হামলায় নিহত দু\'জন ফিলিস্তিনি সাংবাদিকের লাশ

গাজায় গত এক বছরে ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা সেখানে কয়েক দশকের সংঘাতে নিহত সাংবাদিকদের সংখ্যার চেয়েও বেশি।

দি কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বা সিপিজে গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলেছে। 

আমেরিকাভিত্তিক এ সংস্থাটি বিশ্বব্যাপী সাংবাদিকদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি পর্যবেক্ষণ করে থাকে। তারা সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইহুদিবাদী ইসরাইল কমপক্ষে পাঁচ জন সাংবাদিককে হত্যা করেছে। এই পাঁচ সাংবাদিক হত্যার মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাতের পর ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ১৯ জন সাংবাদিক নিহত হলেন। 

সাংবাদিকদের অধিকার রক্ষা বিষয়ক এই সংগঠনটি আরো বলেছে, ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এত বেশি সংখ্যক সাংবাদিক নিহত হওয়ার ঘটনা নথিবদ্ধ করতে হয়নি সিপিজেকে। সংস্থাটি বলেছে, গাজা উপত্যকায় সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের হত্যাকাণ্ড এবং তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

সিপিজে জোর দিয়ে বলেছে, ইচ্ছাকৃত এবং পূর্বপরিকল্পিতভাবে ইসরাইলি বাহিনী সাংবাদিকদের হত্যা করছে।#

পার্সটুডে/এসআইবি/১৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।