'ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যেকোনো প্রস্তাবের জবাব দেওয়া হবে'
https://parstoday.ir/bn/news/event-i143770-'ইরানের_পরমাণু_কর্মসূচির_বিরুদ্ধে_যেকোনো_প্রস্তাবের_জবাব_দেওয়া_হবে'
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো প্রস্তাবের তাৎক্ষণিক জবাব দেওয়া হবে এবং ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, এটা প্রমাণিত সত্য।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৪, ২০২৪ ১৯:১৪ Asia/Dhaka
  • মোহাম্মাদ ইসলামি
    মোহাম্মাদ ইসলামি

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো প্রস্তাবের তাৎক্ষণিক জবাব দেওয়া হবে এবং ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, এটা প্রমাণিত সত্য।

আজ (বৃহস্পতিবার) তেহরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।

মোহাম্মাদ ইসলামি আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটি'র কাঠামোর ভিত্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইরানের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে; ইরানের পরমাণু শক্তি সংস্থা এই বিষয়ে আন্তরিক।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতাকে গঠনমূলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দখলদার ইসরাইলের গণহত্যার কারণে বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলোর গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় রাফায়েল গ্রোসির সঙ্গে গঠনমূলক আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যেকোনো ধরণের প্রস্তাব পাসের বিষয়ে হুঁশিয়ারি দেন।#

পার্সটুডে/এসএ/১৪ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।