২৫০ কোটি ডলারের চুক্তি বাতিলের ঘোষণা কেনিয়ার, চাপ বাড়াতে পারে বাংলাদেশও
(last modified Fri, 22 Nov 2024 09:12:34 GMT )
নভেম্বর ২২, ২০২৪ ১৫:১২ Asia/Dhaka
  • ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিলের ঘোষণা কেনিয়ার, চাপ বাড়াতে পারে বাংলাদেশও

ভারতের আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ঘুষ ও প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে আদানি গোষ্ঠীর চেয়ারপারসন গৌতম আদানি অভিযুক্ত হওয়ার পর কেনিয়া এ ঘোষণা দিল।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। গত বৃহষ্পতিবার যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন। একই দিন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এদিকে, এমন কথাও শোনা যাচ্ছে, বাংলাদেশ সরকারও বিদ্যুত চুক্তি নিয়ে নতুন করে আদানি গোষ্ঠীর সঙ্গে আলোচনার দাবি জানাতে পারে।

উল্লেখ্য, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাদ্দ পেতে দেশটির সরকারের কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ২২০০ কোটি টাকারও বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই শেয়ার বাজারে ধাক্কা খায় আদানি গোষ্ঠী। একে একে পড়তে থাকে শেয়ারের দাম।

তারপর কেনিয়া সরকার আদানিদের সঙ্গে বড়সড় চুক্তি বাতিল করে দিল। আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে চুক্তি বাতিল করা নিয়ে প্রেসিডেন্ট রুটোর ঘোষণায় পার্লামেন্টে আইনপ্রণেতারা তুমুল করতালি দেন। তারা উল্লাস করেন। আসলে এই চুক্তি নিয়ে কেনিয়াতে এমনিতেই প্রবল আপত্তি ছিল।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্ট্রেলিয়ায়

এদিকে অস্ট্রেলিয়ায় আদানির কয়লা খনির কর্মীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

কুইন্সল্যান্ড রাজ্যের নাগানা ইয়ারবাইন ওয়াঙ্গান অ্যান্ড জাগালিংগু কালচারাল কাস্টোডিয়ানস জানিয়েছে, ব্রাভাস মাইনিং অ্যান্ড রিসোর্সেস ইউনিটের বিরুদ্ধে গুরুতর বর্ণবৈষম্যের অভিযোগ এনে তারা এ সপ্তাহের শুরুতে অভিযোগ দায়ের করেছে।

রয়টার্স জানায়, অভিযোগপত্রে বলা হয়েছে, আদানির কর্মীরা আদানির কারমাইকেল কয়লা খনির কাছে আদিবাসী গোষ্ঠীর সদস্যদের বিভিন্নভাবে বৈষম্যমূলক আচরণ করেছে।#

পার্সটুডে/জিএআর/২২