ইসরাইলি আগ্রাসনে ৮ তলা আবাসিক ভবন ধ্বংস; নিহত ৪, আহত ২৩
https://parstoday.ir/bn/news/event-i144112-ইসরাইলি_আগ্রাসনে_৮_তলা_আবাসিক_ভবন_ধ্বংস_নিহত_৪_আহত_২৩
লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা ভয়াবহ হামলা চালিয়েছে। এতে একটি আট তলা আবাসিক ভবন ধ্বংস হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ২৩, ২০২৪ ১৪:৫৪ Asia/Dhaka
  • ইসরাইলি আগ্রাসনে ৮ তলা আবাসিক ভবন ধ্বংস; নিহত ৪, আহত ২৩

লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা ভয়াবহ হামলা চালিয়েছে। এতে একটি আট তলা আবাসিক ভবন ধ্বংস হয়েছে।

রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে বর্বর ইসরাইলি বাহিনীর এই ভয়াবহ হামলায় অন্তত চার ব্যক্তি নিহত ও দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরাইল সম্প্রতি লেবাননের ওপর আগ্রাসন জোরদার করেছে। 

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ (শনিবার) সকালে ইসরাইলি বাহিনী বাস্তা এলাকার ওই আট তলা ভবনের ওপর বিমান হামলা চালিয়ে ভবনটিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, ভোর চারটার সময় ইসরাইল হামলা শুরু করে এবং এসময় ঘুমন্ত লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করে।
আল-মায়াদিন জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় আরো কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহুদূর থেকে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। 
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় চারজন নিহত ও ২৩ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলেছে, উদ্ধারকাজ এখনো চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরো হতাহত লোকজন থাকতে পারে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দখলদার বাহিনী ওই ভবনের ওপর চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।#
পার্সটুডে/এসআইবি/২৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।