‘তেহরান-রিয়াদ সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে’
https://parstoday.ir/bn/news/event-i144150
ইরান ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী হলে পশ্চিম এশিয়া অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভাঞ্চি।
(last modified 2025-07-24T06:12:35+00:00 )
নভেম্বর ২৪, ২০২৪ ১২:১৯ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভাঞ্চি
    মাজিদ তাখতে রাভাঞ্চি

ইরান ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী হলে পশ্চিম এশিয়া অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভাঞ্চি।

তিনি সৌদি দৈনিক আশ-শারকুল আওসাতকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। গত সপ্তাহে রিয়াদ সফর করে আসা এই সিনিয়র ইরানি কূটনীতিক বলেন, ইরান ও সৌদি আরব পশ্চিম এশিয়া অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায়।

রাভাঞ্চি আরও বলেন, পশ্চিম এশিয়ার দেশগুলোর সামনে থাকা চলমান হুমকি মোকাবেলা এবং এসব দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার ভিত্তি তৈরি করতে ইরান ও সৌদি আরবের মধ্যে টেকসই দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, তেহরান ও রিয়াদের যৌথ প্রচেষ্টা ‘দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতার একটি সফল মডেল’ হিসাবে কাজ করতে পারে যার লক্ষ্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক উভয় স্তরে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নকে উৎসাহিত করা। ইরানি কূটনীতিক বলেন, ঐতিহাসিক সম্পর্ক এবং ভালো প্রতিবেশীসুলভ নীতি পারস্পরিক সম্পর্কের অগ্রগতির ভিত্তি।

এর আগে সোমবার তাখতে রাভাঞ্চি এক্স প্ল্যাটফর্মের একটি পোস্টে লিখেছিলেন, তিনি রিয়াদ সফরে সৌদি পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজির সঙ্গে ‘অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ’ বৈঠক করেছেন। তিনি জোর দিয়ে বলেন, তেহরান ও রিয়াদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কেবল উভয় দেশই নয়, বরং সমগ্র পশ্চিম এশিয়া অঞ্চলের স্বার্থ রক্ষা করবে।#

পার্সটুডে/এমএমআই/২৪