ইকোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে মাশহাদে
(last modified Mon, 25 Nov 2024 07:26:35 GMT )
নভেম্বর ২৫, ২০২৪ ১৩:২৬ Asia/Dhaka
  • ইকোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে মাশহাদে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, আগামী সপ্তাহে পবিত্র মাশহাদ শহরে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ২৮তম বৈঠক অনুষ্ঠিত  হবে।

গতকাল (রোববার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাকায়ি বলেন, ইকো সদস্য দেশগুলোর মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংস্থার বিশেষায়িত আঞ্চলিক সংস্থার প্রধান এবং কয়েকটি বহুজাতিক অর্থনৈতিক সংস্থার মহাসচিব এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। তিনি আরো জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈঠকে সভাপতিত্ব করবেন।

বাকায়ি বলেন, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ইকো অগ্রণী ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, ইকো উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম প্রাচীন অর্থনৈতিক সহযোগিতামুলক একটি সংস্থা যার এজেন্ডায় আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দেয়া হয়েছে।

ইরানের মুখপাত্র জানান, চলতি বছরেই ইসলামী প্রজাতন্ত্র ইরান ইকোর রোটেটিং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করবে।

পার্সটুডে/এসআইবি/২৫