সিরিয়ায় সন্ত্রাসবাদীদের পুনরুত্থানের চক্রান্ত করছে আমেরিকা ও ইসরাইল 
(last modified Sat, 30 Nov 2024 06:59:30 GMT )
নভেম্বর ৩০, ২০২৪ ১২:৫৯ Asia/Dhaka
  • বাসাম আল-সাব্বাগ (বামে) ও আরাকচি (ডানে)
    বাসাম আল-সাব্বাগ (বামে) ও আরাকচি (ডানে)

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবানন ও ফিলিস্তিনি ভূখণ্ডে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের পুনরুত্থানের চক্রান্ত করছে।

গতকাল (শুক্রবার) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাসাম আল-সাব্বাগের সাথে টেলিফোন আলাপে একথা বলেন ইরানে পররাষ্ট্রমন্ত্রী। তিনি সরাসরি বলেন, সিরিয়ার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা মার্কিন ও ইহুদিবাদী পরিকল্পনায় ঘটানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সাথে ফোনালাপেও একই কথা বলেছেন আব্বাস আরাকচি। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার সামরিক বাহিনীর দৃঢ়তায় সন্ত্রাসবাদ মোকাবেলা করা হয়েছে। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বাসাম সাব্বাগকে সুস্পষ্ট করে আশ্বস্ত করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য সিরিয়ার সরকার, জনগণ ও সেনাবাহিনীকে তেহরান সমর্থন দেয়া অব্যাহত রাখবে। 

টেলিফোন আলাপে বাসাম সাব্বাগ উত্তরাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে সেখানকার বর্তমান পরিস্থিতি জানান। তিনি বলেন, সিরিয়ার সরকার ও জনগণ সন্ত্রাসীদের আগ্রাসনের বিরুদ্ধে তাদের সর্বশক্তি নিয়ে রুখে দাঁড়িয়েছে এবং সন্ত্রাসীদের চক্রান্ত বাস্তবায়নে সব ধরনের প্রতিরোধ অব্যাহত রাখবে।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।