পারমাণবিক অস্ত্র উন্নত করার জন্য ১৪০ বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা আমেরিকার
(last modified Sat, 30 Nov 2024 08:10:00 GMT )
নভেম্বর ৩০, ২০২৪ ১৪:১০ Asia/Dhaka
  • পারমাণবিক অস্ত্র উন্নত করার জন্য ১৪০ বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা আমেরিকার

পরমাণু অস্ত্র আধুনিকায়নের জন্য আমেরিকা ১৪০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা নিয়েছে। আমেরিকার রসকংগ্রেস ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। 

এতে বলা হয়েছে, মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের আওতায় ২০২৪ থেকে ২০৪৯ সালের মধ্যে এসব অস্ত্র আধুনিকায়ন করা হবে এবং এজন্য অন্তত ১৩৮ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা নিয়েছে আমেরিকা। 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পরমাণু অস্ত্র আধুনিকায়নের কর্মসূচি জোরদার হচ্ছে। ২০২৩ সালে পেন্টাগন আধুনিককায়ন করা ২০০ পরমাণু ওয়ারহেড হাতে পেয়েছে যা ছিল স্নায়ুযুদ্ধ অবসানের পর এক বছরে সবচেয়ে বেশি ওয়ারহেড গ্রহণের ঘটনা। 

পরমাণু অস্ত্র আধুনিকায়নের পাশাপাশি আরো ৫০০ বিলিয়ন ডলার খরচ করা হবে পরমাণু অস্ত্র ভান্ডার ব্যবস্থাপনার কাজে। প্রতিবেদনে জানানো হয়েছে, পরমাণু অস্ত্র আধুনিক কর্মসূচিতে মার্কিন সরকার শতকরা ৭০ ভাগ লোকবল বাড়িয়েছে।

পরমাণু অস্ত্র আধুনিকায়নের কর্মসূচির সাথে রয়েছে সাবমেরিন উন্নতকরণ কর্মসূচি যাতে পরমাণু ওয়ারহেড, পরমাণু ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত বোমা বহন করা যায়। রসকংগ্রেসের এই প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের প্রথম দিকে মার্কিন সামরিক বাহিনী থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত ওহাইও সাবমেরিন বাদ দিয়ে তার জায়গায় কলম্বিয়া আণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন প্রতিস্থাপন করা হবে। ২০২৫ সালের মধ্যে কলম্বিয়া ক্লাস সাবমেরিন উন্নয়নের জন্য মার্কিন নৌবাহিনীকে প্রায় এক হাজার কোটি ডলার দেয়া হয়েছে।

মার্কিন সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে রাশিয়া ও চীনের সাথে আমেরিকার পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।