'ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করলে শতভাগ শুল্ক আরোপ করবে আমেরিকা'
(last modified Sun, 01 Dec 2024 07:41:56 GMT )
ডিসেম্বর ০১, ২০২৪ ১৩:৪১ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা ব্যবহাবের বিরুদ্ধে ব্রিকস সদস্য দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শনিবার লিখেছেন, 'এই দেশগুলোর কাছ থেকে আমাদের একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন ব্রিকস মুদ্রা তৈরি করবে না কিংবা শক্তিশালী মার্কিন ডলার প্রতিস্থাপনে অন্য কোনও মুদ্রায় ফিরে যাবে না। তারা তা যদি করে, তা হলে আমেরিকায় কিছু বিক্রি করতে চাইলে সেই পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।'

ট্রাম্প আরও লিখেন, 'ব্রিকসের সদস্য দেশগুলো যতই অন্য দেশের মুদ্রা প্রচলনের চেষ্টা করুক, আন্তর্জাতিক বাজারে কখনোই তা মার্কিন ডলারকে টেক্কা দিতে পারবে না। কোনো দেশ যদি সেই চেষ্টা করে, তা হলে তাকে বিদায় জানাবে আমেরিকা। আমেরিকার সঙ্গে লেনদেন করতে পারবে না ওই দেশ।'

গত অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে ব্রিকসের নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি বলেছেন, "মার্কিন ডলারের ব্যবহার বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং আমরা এমন সমান্তরাল ব্যবস্থা খুঁজছি যা ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে পারে।"

চলতি বছর বিকাশমান পাঁচ অর্থনীতির দেশের জোট ব্রিকসে নতুন করে পাঁচটি দেশ সদস্যপদ পেয়েছে। দেশগুলো হলো- সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। ব্রিকসের আগের পাঁচ সদস্য হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে একটি নয়া অভিন্ন মুদ্রার প্রস্তাব পেশ করেছিল ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা প্রশ্ন তোলেন, কেন সব দেশ ডলারে লেনদেন করবে? ওই সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ডলারবিরোধী যে প্রক্রিয়া শুরু হয়েছে তা  ঠেকিয়ে রাখা যাবে না। এই প্রক্রিয়া ধীরে ধীরে গতিশীল হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/এমএআর/১