ইরানি নারীদের সাফল্য: ক্রীড়া, বিজ্ঞান ও আন্তর্জাতিক সংহতিতে উজ্জ্বল ভূমিকা
-
ইরানের প্রতিনিধি হামিদা ইসমাইল নেজাদ ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক নিশ্চিত করেন
কাজাখস্তানের কাযানফ কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় একজন ইরানি নারী স্বর্ণপদক জিতেছেন। কাজাখস্তানের আলমাটিতে ৩৪তম আন্তর্জাতিক অ্যাথলেটিক্স কাপ অনুষ্ঠিত হয়।
মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রতিনিধি হামিদা ইসমাইল নেজাদ ১০০ মিটার দৌড়ে ১১.৭৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন। কাযানফ কাপ এশিয়ার একটি মর্যাদাপূর্ণ অ্যাথলেটিক্স ইভেন্ট, যার ফলাফল বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশনের র্যাঙ্কিং সিস্টেমে গণনা করা হয় এবং এটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোটা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইরানের বাস্কেটবল দল ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে জয়লাভ
ইরানের অনূর্ধ্ব-১৬ নারী বাস্কেটবল দল লেবাননের বিপক্ষে ৪১-৩৮ গোলে জয়ী হয়ে ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। এই জয়ের মাধ্যমে ইরানের মেয়েরা শুধু চ্যাম্পিয়নই হয়নি, বরং তারা এশিয়া কাপ অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
"ফিলিস্তিন: বিশ্বের স্পন্দনশীল হৃদয়" ইভেন্টে ইরানি নারীদের অংশগ্রহণ
"ফিলিস্তিন: বিশ্বের স্পন্দনশীল হৃদয়" শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তেহরানে ইরানি ও বিদেশি নারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করেন এবং গাজা অবরোধ অবিলম্বে তুলে নেওয়া ও মানবিক সহায়তা পাঠানোর তাগিদ দেন।
এশিয়ান প্যারালিম্পিক কমিটিতে ইরানি নারীর পদোন্নতি
চীনের তাইপেতে অনুষ্ঠিত এশিয়ান প্যারালিম্পিক কমিটির প্রথম “নারী ও ক্রীড়া” সেমিনারে ইরানের জাতীয় প্যারালিম্পিক কমিটির নারী বিষয়ক উপ-প্রধান মরিয়ম কাজেমিপুর-কে এশিয়া প্যারালিম্পিক কমিটির নারী ক্রীড়া বিভাগের প্রধান মো মিন চু-এর উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
ইরানি নারী ইউরোপীয় প্রজনন ও ভ্রূণবিদ্যা কংগ্রেসে পুরস্কার জয়
ইরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের অধ্যাপক ফাহিমা রাঞ্জবর নার্সিং ও ধাত্রীবিদ্যা ক্যাটাগরিতে সেরা উপস্থাপনার জন্য ৪১তম ইউরোপীয় প্রজনন ও ভ্রূণবিদ্যা কংগ্রেস (ESHRE) ২০২৫-এ পুরস্কার পেয়েছেন। এই কংগ্রেস প্যারিসে অনুষ্ঠিত হয় এবং এটি প্রজনন ও বন্ধ্যাত্ব সম্পর্কিত গবেষণার জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বার্ষিক ইভেন্ট হিসেবে বিবেচিত।
পার্সটুডে/এমএআর/৩