সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান তার সামর্থ্যের সবকিছু করবে
https://parstoday.ir/bn/news/event-i144488
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের মোকাবেলায় ইরান প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে তার সামর্থ্যের ভেতরে সবকিছু করবে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৪ ১৮:৫১ Asia/Dhaka
  • সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান তার সামর্থ্যের সবকিছু করবে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের মোকাবেলায় ইরান প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে তার সামর্থ্যের ভেতরে সবকিছু করবে। 

গতকাল (সোমবার) রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে একথা বলেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

তিনি বলেন, সম্প্রতি তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, কাতারের আমির এবং ইরাকের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। এসব ফোনালাপে সবাই একমত হয়েছেন যে, এই অঞ্চলকে নতুন করে কোনো যুদ্ধ এবং রক্তপাতের মধ্যে ফেলতে দেয়া হবে না। 

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আমরা প্রত্যেকটি দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান করি এবং মনে করি এগুলো কোনভাবেই লঙ্ঘন করার সুযোগ দেয়া ঠিক হবে না।”

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, “নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের পক্ষে যা কিছু সম্ভব তার সবই করব। এজন্য আমাদের প্রচেষ্টার সাথে প্রতিবেশী এবং বন্ধুপ্রতীম দেশগুলোকে সমন্বিত করব।”

সিরিয়ায় যখন উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী নতুন করে তাণ্ডব চালাচ্ছে এবং দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকা দখল করেছে তখন প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/৩