গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান
(last modified Thu, 05 Dec 2024 09:32:59 GMT )
ডিসেম্বর ০৫, ২০২৪ ১৫:৩২ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান

গাজা উপত্যকায় ইসরাইলি জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করার গুরুত্ব উপলব্ধি করার জন্য মুসলিম দেশগুলোর পাশাপাশি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস।

আজ এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে হামাস আরো বলেছে, মার্কিন প্রশাসনসহ আরো কিছু পশ্চিমা সরকারের পূর্ণ সমর্থন ও সুরক্ষা উপভোগ করে ইসরাইল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। এতে বলা হয়, ইহুদিবাদীদের এই ভয়াবহ অপরাধযজ্ঞ বন্ধ করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্লজ্জ ব্যর্থতার কারণে তেল আবিব নির্বিঘ্নে তার অপরাধ চালিয়ে যেতে পারছে।

বিবৃতির অন্যত্র বলা হয়, ইসরাইল সরকার গাজার মধ্যাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকার ফিলিস্তিনিদেরকে আবারও বাস্তুচ্যুত করার জন্য সেখানে ভয়াবহ বোমা হামলা চালাচ্ছে। এমনকি উত্তরের কামাল আদওয়ান হাসপাতালও ইসরাইলি হামলা থেকে বাদ যাচ্ছে না। তবে দখলদার সেনারা বলেছে, তারা ওই এলাকার ওপর অবরোধ আরো কঠোর করবে।

হামাসের বিবৃতিতে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেয়াহু ও তার বরখাস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির পক্ষ থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করারও আহ্বান জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৫