নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রন
ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর দ্রুতই মিশেল বার্নিয়ের জায়গায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
তিনি বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন তিনি। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ১০ মিনিটের ভাষণে ২০২৭ সালে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী পদে নতুন কাউকে দেয়ার ঘোষণা দিয়েছেন ম্যাক্রন। পার্লামেন্টে বিরোধী দলের চাপ সত্ত্বেও মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পদে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
স্বল্পসময়ের জন্য হলেও ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় বার্নিয়েকে ধন্যবাদ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। বার্নিয়ের পতনে ফ্রান্সের উগ্র ডানপন্থি এবং কট্টর বাম দলগুলোকে অভিযুক্ত করা হচ্ছে।
প্রধানমন্ত্রী হওয়ার মাত্র তিন মাসের মাথায় গত বুধবার পার্লামেন্ট মেম্বারদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছেন বার্নিয়ে। দেশটির পার্লামেন্টে এমন ঘটনা বিরল। গত ৬০ বছরের মধ্যে এবারই কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে পদত্যাগে বাধ্য হয়েছেন। ম্যাক্রন এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।
বলা হচ্ছে, পরিস্থিতি এমন যে ম্যাক্রনের জন্য এমন কাউকে খুঁজে বের করা কঠিন হবেন যিনি অনাস্থা ভোট এড়িয়ে মেয়াদ শেষ করতে পারবেন।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।