রয়টার্সের প্রতিবেদন
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত হতে পারেনি ইইউ
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের ১৫তম প্যাকে প্রস্তাব আটকে দিয়েছে জোটের দুই সদস্য দেশ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিকের বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়েছে, সর্বশেষ দফার প্যাকেজ প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার বহর লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিল। কিন্তু দুটো দেশ তাতে আপত্তি জানায়। অবশ্য এই দুটি দেশের নাম উল্লেখ করেনি রয়টার্স। তবে মার্কিন গণমাধ্যম পলিটিকো বলেছে, বিরোধিতাকারী দুটি দেশ হচ্ছে লাটভিয়া এবং লিথুয়ানিয়া।
২৭ জাতির জোটের ১৫তম নিষেধাজ্ঞা প্রস্তাব আপাতত আটকে গেলেও বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হবে বলে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে। খবরে বলা হয়েছে- এই নিষেধাজ্ঞা প্রস্তাব আটকের দেয়ার অন্যতম কারণ হলো রাশিয়ার তেলজাত পণ্য সরবরাহ নিয়ে বিরোধ। তবে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা জানা যায়নি।
যদিও ইউরোপীয় ইউনিয়ন ২০২২ সালে রাশিয়া থেকে বেশিরভাগ তেল আমদানি নিষিদ্ধ করেছিল কিন্তু চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি অন্য কোনো সরবরাহকারী খুঁজে না পাওয়ায় নিষেধাজ্ঞা ছাড় পেয়েছে। এ কারণে ইইউভুক্ত এসব দেশ রাশিয়া থেকে তেল আমদানি করতে পারে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।