‘এখনো সিরিয়ার তারতুস বন্দরে রাশিয়ার যুদ্ধজাহাজ রয়েছে’
https://parstoday.ir/bn/news/event-i144646-এখনো_সিরিয়ার_তারতুস_বন্দরে_রাশিয়ার_যুদ্ধজাহাজ_রয়েছে’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এখনো রাশিয়ার যুদ্ধজাহাজ সিরিয়ার তারতুস বন্দরে অবস্থান করছে এবং তারা ঘাঁটি ছেড়ে চলে যায়নি। সিরিয়ার সরকার-বিরোধী সশস্ত্র সন্ত্রাসীরা রাজধানীর দামেস্ক দখলের অভিযান শুরু করার পর ল্যাভরভ একথা জানান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২৪ ১২:২৮ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এখনো রাশিয়ার যুদ্ধজাহাজ সিরিয়ার তারতুস বন্দরে অবস্থান করছে এবং তারা ঘাঁটি ছেড়ে চলে যায়নি। সিরিয়ার সরকার-বিরোধী সশস্ত্র সন্ত্রাসীরা রাজধানীর দামেস্ক দখলের অভিযান শুরু করার পর ল্যাভরভ একথা জানান।

তিনি বলেন, তারতুস বন্দর থেকে রাশিয়ার যুদ্ধজাহাজ চলে যাওয়ার ব্যাপারে যে সমস্ত জল্পনা ছড়ানো হয়েছে তা ভুল তথ্য হতে পারে কারণ এখনো ভূমধ্যসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মহড়া চালাচ্ছে। তিনি বলেন, ভূমধ্যসাগরে রাশিয়ার নৌ বাহিনী যুদ্ধমহড়া চালাচ্ছে; সম্ভবত স্যাটেলাইট ইমেজ থেকে ভুলক্রমে তা যুদ্ধজাহাজ চলে যাওয়ার খবর হিসেবে প্রচার করা হয়েছে।

গতকাল কাতারের রাজধানী দোহায় তুরস্ক এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর ল্যাভরভ সাংবাদিকদের ব্রিফ করেন। ত্রিপক্ষীয় ওই বৈঠকে সিরিয়ার পরিস্থিতি এবং সশস্ত্র সন্ত্রাসীদের অগ্রযাত্রা সম্পর্কে আলোচনা করা হয়।

২০১১ সালের সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের তাণ্ডব শুরু হওয়ার পর ২০১৫ সালে রাশিয়ার সামরিক বাহিনী উগ্র দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সেই সময় থেকে সিরিয়ায় রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি বজায় রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৮