বাশার আসাদের পতন
কুনেইত্রার দুই শহর দখল করেছে ইসরাইল, এগিয়ে যাচ্ছে দারা শহরের দিকে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী ইসরাইলি সেনারা সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের দুটি শহর দখল করেছে। শহর দুটি ইসরাইল অধিকৃত গোলান মালভূমির কাছে। এছাড়া, ইসরাইলি সেনারা গোলান মালভূমির সীমান্ত থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ট্যাংক মোতায়েন করেছে।
কুনেইত্রার দুই শহর দখলের পর ইহুদিবাদী সেনারা এখন পার্শ্ববর্তী দ্বারা শহরের দিকে এগিয়ে যাচ্ছে। এ শহরটি রাজধানী দামস্কে থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
ইহুদিবাদী সেনারা প্রদেশের মাদিনাত আল-বাত এবং হাদার শহর দখল করেছে। এর আগে তারা গোলান মালভূমির বাফারজোন এলাকার দখল নেয়। সেখানে তারা ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছে।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, আশপাশের এলাকায় ব্যাপকভাবে গোলাবর্ষণ করার পর ইসরাইলি সেনারা তাদের অগ্রাভিযান শুরু করে। এর পাশাপাশি ইহুদিবাদী সেনারা গোলান মালভূমির হারমন পাহাড়ের উপরে স্থাপিত সিরিয়ার সামরিক বাহিনীর কয়েকটি আউটপোস্ট দখল করেছে। ইসরাইলের কান টেলিভিশনের সংবাদে বলা হয়েছে, কোন রকমের প্রতিরোধ ছাড়াই ইসরাইলি বিমান বাহিনীর কমান্ডো ইউনিট ওই আউটপোস্ট দখল করে।
এরইমধ্যে ইসরাইলি সামরিক বাহিনীর নর্দান কমান্ডের কমান্ডার ওরি গোরদিন এবং ট্রেনিং কমান্ডার ডেভিড জিনি পাহাড়ের উপরের ওই পোস্ট পরিদর্শন করেছেন। বাশার আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সেনারা এসব সামরিক অবস্থান ছেড়ে চলে যায়।#
পার্সটুডে/এসআইবি/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।