ইসরাইলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
https://parstoday.ir/bn/news/event-i145032-ইসরাইলি_আগ্রাসন_মোকাবেলায়_মুসলিম_বিশ্বকে_ঐক্যবদ্ধ_হওয়ার_আহ্বান_ইরানের
ইহুদিবাদি ইসরাইলের বর্বর আগ্রাসন মোকাবেলার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৯:৪২ Asia/Dhaka
  • ইসরাইলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

ইহুদিবাদি ইসরাইলের বর্বর আগ্রাসন মোকাবেলার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি আজ (বৃহস্পতিবার) কায়রোয় উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ডি-এইট শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় এই আহ্বান জানান। তিনি বলেন, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। 

মাসুদ পেজেশকিয়ান বলেন, সংকটাপন্ন এলাকায় আমাদের প্রিয় ভাই-বোনদেরকে আরো ক্ষতি থেকে রক্ষার জন্য দ্রুতগতিতে বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং এটি হচ্ছে আমাদের ধর্মীয়, আইনগত ও মানবিক দায়িত্ব। 

ইরানি প্রেসিডেন্ট বলেন, “আমি আশা করি মিশরের সভাপতিত্বকালে ডি-এইট জোটভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। এই সময়ে সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব গভীর হওয়ার পাশাপাশি পারস্পারিক সহযোগিতার ক্ষেত্রে দেশগুলো জোরালো পদক্ষেপ নেবে।”

উন্নয়নশীল মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্য নিয়ে ডি-এইট জোট গঠন করা হয়। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এই জোটের সদস্য। 

জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য গতকাল একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরানের প্রেসিডেন্ট কায়রো পৌঁছান। গত ১১ বছরের মধ্যে এটি ইরানি কোন প্রেসিডেন্টের প্রথম মিশর সফর।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৯