আল-কাসসাম ব্রিগেডের হাতে ইসরাইলের চার সেনা নিহত
(last modified Fri, 20 Dec 2024 08:21:52 GMT )
ডিসেম্বর ২০, ২০২৪ ১৪:২১ Asia/Dhaka
  • আল-কাসসাম ব্রিগেডের হাতে ইসরাইলের চার সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসামের যোদ্ধাদের হাতে ইহুদিবাদী ইসরাইলের চার সেনা নিহত হয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে এসব সেনাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। 

আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় খুব কাছ থেকে একজন ইসরাইলি সেনা অফিসার ও তিন সৈনিককে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তারা চারজনই নিহত হয়েছে। নিহত সেনাদের কাছ থেকে অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র কেড়ে নেয়া হয়। 

আল-কাসসাম ব্রিগেডের পক্ষ থেকে দেয়া এই বিবৃতির ব্যাপারে ইহুদিবাদী সেনারা এখনো কোনো মন্তব্য করেনি। গত বুধবারও জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে হামাস যোদ্ধারা ইসরাইলের পাঁচ সেনাকে হত্যা করেছে।

এদিকে, আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা ফিলিস্তিনে তৈরি জোয়ারি কামিকাজে ড্রোন দিয়ে ইহুদিবাদী ইসরাইলের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ড্রোনটি তিউনিসিয়ার শহীদ ইঞ্জিনিয়ার জোয়ারির নামে নামকরণ করা হয়েছে। ২০১৬ সালের ১৫ই ডিসেম্বর ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে শহীদ করে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২০