'সিরিয়ার অবকাঠামো ধ্বংসের সঙ্গে জড়িতদের জবাবদিহি করতে হবে'
-
আবু তোরাবিফার্দ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, যারা সিরিয়ার অবকাঠামো ধ্বংসের জন্য ক্ষেত্র তৈরি করে দিয়েছে এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল তথা মূল হোতাদের যারা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই মুসলিম জাতিগুলোর কাছে জবাবদিহি করতে হবে।
তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী সিরিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমান বাহিনী এবং গোয়েন্দা সদর দফতরসহ বিভিন্ন স্থানে পাঁচশ'র বেশি হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে পরাজিত হওয়ার পর দখলদার ইসরাইল আরও নতুন নতুন ব্যর্থতা ঠেকাতে আমেরিকার নেতৃত্বে এবং কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় অরক্ষিত সিরিয়ার ওপর ঝাপিয়ে পড়েছে। সিরিয়ার সাহসী যুবকেরা একদিন তাদের দখলকৃত অঞ্চল মুক্ত করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ইসরাইলের নির্মম অপরাধযজ্ঞের কারণে প্রতিরোধ সংগ্রামীদের মনোবল আরও বেড়ে যাবে। আবুতোরাবিফার্দ বলেন, ইরান রাষ্ট্র হিসেবে সিরিয়ার সীমান্ত ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি সেখানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা চায়। আমেরিকা ও দখলদার ইসরাইলের প্রভাব থেকে মুক্ত থেকে সিরিয়া সামনে দিকে এগিয়ে যাক এ প্রত্যাশা তেহরানের।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।