ইউক্রেন পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য একটি আকর্ষণীয় 'সোনার খনি’
https://parstoday.ir/bn/news/event-i145120
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেন এখন পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য একটি লাভজনক সুযোগে পরিণত হয়েছে। তারা অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করে লাভবান হচ্ছে। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৪ ১৮:২৩ Asia/Dhaka
  • ইউক্রেন পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য একটি আকর্ষণীয় 'সোনার খনি’

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেন এখন পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য একটি লাভজনক সুযোগে পরিণত হয়েছে। তারা অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করে লাভবান হচ্ছে। 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে শুক্রবার নেবেনজিয়া একথা বলেন। এ সময় তিনি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে যুদ্ধের সুযোগ নিয়ে নিজেদের প্রতিরক্ষা শিল্পের সমৃদ্ধি ঘটানোর অভিযোগ করেন। 

তিনি জোর দিয়ে বলেন, “এটা সবার জানা যে, মার্কিন, ব্রিটিশ এবং তাদের মিত্রদের সামরিক-শিল্প কমপ্লেক্সের জন্য একটি আসল সোনার খনি হয়ে উঠেছে ইউক্রেন। তবে মার্কিন কোম্পানিগুলোই এই সংঘর্ষ থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে।”

রুশ কূটনীতিক অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো শান্তির চেয়ে অর্থনৈতিক লাভকে অগ্রাধিকার দিচ্ছে।

নেবেনজিয়া বলেন, "সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২৩ সালে মোট বিক্রিত অস্ত্রের অর্ধেক শীর্ষ ১০০টির মধ্যে ৪১টি মার্কিন কোম্পানি তৈরি করেছে। এ সময়ে সারা বিশ্বে যে অস্ত্র বিক্রি হয়েছে তা থেকে তারা ৩১৭ বিলিয়ন ডলার পেয়েছে মার্কিন কোম্পানিগুলো যা বিশ্বব্যাপী অস্ত্র বিক্রির অর্ধেক।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২২