কাজাখস্তানে আজারবাইজানের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, প্রায় ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা
(last modified Wed, 25 Dec 2024 09:59:42 GMT )
ডিসেম্বর ২৫, ২০২৪ ১৫:৫৯ Asia/Dhaka
  • কাজাখস্তানে আজারবাইজানের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, প্রায় ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

আজারবাইজান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার দিকে যাচ্ছিল।

আজ (বুধবার) আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনার পর তিন শিশুসহ ২৮ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।  

আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে তেল ও গ্যাসের কেন্দ্র আকতাউ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এমব্রেয়ার-১৯০ বিমানটি জরুরি অবতরণ করেছে। এ সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

কাজাখস্তানের পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ছয়জন কাজাখস্তানের, তিনজন কিরগিজস্তানের এবং ১৬ জন রাশিয়ার।

ভিডিওতে দেখা গেছে, মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিধ্বস্ত হওয়ার এলাকা থেকে ঘন-কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।  

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা বিমানের আগুন নিভিয়ে ফেলেছেন। আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় কারিগরি সমস্যাসহ অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কাজাখস্তানে কর্তৃপক্ষ।#

পার্সটুডে/এমএআর/২৫