আগামী সেপ্টেম্বরের আগেই তফসিল ঘোষণা হতে পারে: সিইসি
কেবল একটা নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি: উপদেষ্টা আসিফ মাহমুদ
-
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, একদফা বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি। শহীদদের স্বজন ও আহতরাও সংস্কারের কথা বলছেন।
আজ (বুধবার) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, প্রায় দুই হাজারের বেশি মানুষ শহীদ এবং ২০ হাজারের বেশি আহত হয়েছেন। এই গণঅভ্যুত্থানের একদফা দাবি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদের মধ্য দিয়ে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পরিষ্কার কথা হচ্ছে সংস্কার কার্যক্রমগুলো সম্পন্ন করা। সংস্কার কমিশনগুলো গঠনের প্রায় তিন মাস হয়ে যাচ্ছে। কমিশনগুলো প্রস্তাবনা দেবে। যারা স্টেকহোল্ডার আছেন তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যেতে হবে।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী বছর সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন, সীমানা পুনঃনির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন রোধে কমিশনের ক্ষমতা বৃদ্ধি চান সিইসি। তবে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আদালতের সিদ্ধান্ত মেনেই কাজ করা হবে বলে জানান তিনি।
নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগেই ব্যাপক রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই নেওয়া হবে।
বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাত মাসের মাথায় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর ২১ নভেম্বর গঠিত হয় নির্বাচন কমিশন। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি পর্বের কাজ পুরোদমে শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন ধরে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট আসার আগেই ভোটার তালিকা চূড়ান্তকরণ, সীমানা পুনঃনির্ধারণে কাজ শুরু হয়েছে। তবে এক্ষেত্রে ভুয়া ভোটার, নতুন ভোটার অর্ন্তভুক্তি ও সীমানা পুনঃনির্ধারণ নিয়ে জটিলতা নিরসন করা কঠিন হবে বলে মানছেন সিইসি। একইসঙ্গে দল নিবন্ধনের জন্য যাচাই-বাছাইকেও চ্যালেঞ্জ মানছেন তিনি।#
পার্সটুডে/এমএআর/২৫