গাজায় সাংবাদিকদের বহনকারী গাড়িতে বোমাবর্ষণ সুস্পষ্ট ‘যুদ্ধাপরাধ’: ইরান
(last modified Fri, 27 Dec 2024 08:30:33 GMT )
ডিসেম্বর ২৭, ২০২৪ ১৪:৩০ Asia/Dhaka
  • গাজায় সাংবাদিকদের বহনকারী গাড়িতে বোমাবর্ষণ সুস্পষ্ট ‘যুদ্ধাপরাধ’: ইরান

গাজা উপত্যকায় সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালিয়ে পাঁচ সাংবাদিককে হত্যা করার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করে ইহুদিবাদী ইসরাইল সুস্পষ্টভাবে ‘যুদ্ধাপরাধ’ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, “সাংবাদিকদের গাড়িতে দখলদার বাহিনীর হামলা নিঃসন্দেহে যুদ্ধাপরাধ।”

তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, যুদ্ধ এলাকায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা বেসামরিক নাগরিক হিসেবে বিবেচিত এবং যেকোনো হামলা থেকে তাদেরকে নিরাপদ রাখতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরাইলের সর্বশেষ এই অপরাধকে গাজা উপত্যকার গণহত্যা মামলায় অন্তর্ভুক্ত করার জন্য আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন।

গাজা উপত্যকায় গত ১৫ মাসে ২০০ জনের বেশি সাংবাদিককে হত্যা করার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, গাজায় ইহুদিবাদী বাহিনী কি জঘন্য অপরাধ চালাচ্ছে তা যাতে বিশ্ববাসী জানতে না পারে সেজন্য সাংবাদিকদের হত্যা করে যাচ্ছে দখলদার সেনারা। তিনি বলেন, ইসরাইলের পক্ষ থেকে গাজায় ভয়াবহ সব অপরাধযজ্ঞ চালানো হলেও আন্তর্জাতিক সমাজের নীরবতা তেল আবিবকে আরো বেশি ধৃষ্ট করে তুলেছে।

গাজা উপত্যকার মধ্যাঞ্চলের আল-আওদা হাসপাতালের সামনে বৃহস্পতিবার  পাঁচজন সাংবাদিককে শহীদ করে ইহুদিবাদী ইসরাইল। আল-কুদস আল-ইয়ায়ুম টেলিভিশন চ্যানেলে কাজ করা এই পাঁচ সাংবাদিককে নিয়ে একটি গাড়ি আল-আওদা হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় তার ওপরে যুদ্ধবিমান থেকে হামলা চালায় দখলদার বাহিনী।

সাংবাদিকদের বহনকারী গাড়িতে টেলিভিশনের ব্র্যান্ডিং থাকা সত্ত্বেও তাতে হামলা চালায় ইসরাইল। আল-আওদা হাসপাতাল এবং নুসাইরাত শরণার্থী শিবিরের পরিস্থিতি নিয়ে রিপোর্ট করার জন্য এসব সাংবাদিক কাজ করছিলেন।#

 পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৭