ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরাইলকে বিস্মিত করেছে: হুথি
https://parstoday.ir/bn/news/event-i145284-ইয়েমেনের_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্র_ইসরাইলকে_বিস্মিত_করেছে_হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তু টার্গেট করে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন’ অভিহিত করে বলেছেন, এ ঘটনায় শত্রুরা দারুণভাবে বিস্মিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২৪ ১৪:৪৭ Asia/Dhaka
  • আব্দুল মালিক আল-হুথি
    আব্দুল মালিক আল-হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তু টার্গেট করে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন’ অভিহিত করে বলেছেন, এ ঘটনায় শত্রুরা দারুণভাবে বিস্মিত হয়েছে।

তিনি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, “ইয়েমেনের সুপাসনিক ক্ষেপণাস্ত্র অভিযান শত্রুর সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে এবং এটি একটি বিশাল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। শত্রু এবং মার্কিনীরা এই অর্জনের কথা ভালো করেই জানে।”

তিনি বলেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ইসরাইল ও আমেরিকার রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ভয়ঙ্কর হতাশা তৈরি করেছে। হুথি বলেন, ইহুদিবাদী ইসরাইল ইয়েমেন ফ্রন্টের চালানোর অভিযানের গতিতে বিস্মিত হয়েছে এবং এ ব্যাপারে নিজের হতাশার কথা জানিয়েছে।

গত মঙ্গলবার ইসরাইলের রাজধানী তেল আবিবের দক্ষিণ শহরতলীতে অবস্থিত জাফা এলাকার একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তার আগের দিন আশকেলন এলাকায় ইয়েমেন ড্রোন অভিযান চালায়। তারও আগে শনিবার তেল আবিবের কাছে ইয়েমেনের একটি হাইপারসনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২০ ইহুদিবাদীর আহত হওয়ার কথা স্বীকার করে তেল আবিব।

ইয়েমেনের সেনাবাহিনী একথা স্পষ্ট করে দিয়েছে যে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।  দখলদার ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৪৫,৩০০ ফিলিস্তিনিকে হত্যা ও লক্ষাধিক মানুষকে আহত করেছে। ইয়েমেন এ যুদ্ধের প্রথম দিন থেকে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে। #          

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৭