গাজার কামাল আদওয়ান হাসপাতাল ধ্বংস; ‘যুদ্ধাপরাধ’ বলল হামাস
(last modified Sat, 28 Dec 2024 04:48:50 GMT )
ডিসেম্বর ২৮, ২০২৪ ১০:৪৮ Asia/Dhaka
  • গাজার কামাল আদওয়ান হাসপাতাল ধ্বংস; ‘যুদ্ধাপরাধ’ বলল হামাস

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সচল একমাত্র হাসপাতাল কামাল আদওয়ানে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ভয়াবহ তাণ্ডবকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

শুক্রবার এক বিবৃতিতে হামাস বলেছে, কামাল আদওয়ান হাসপাতালে ইহুদিবাদী বাহিনীর অভিযান ‘আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধী শত্রু র হাতে সংঘটিত ভয়াবহ অপরাধযজ্ঞের দীর্ঘ তালিকায় আরেকটি যুদ্ধাপরাধ যোগ করেছে।’

ইহুদিবাদী সেনারা বৃহস্পতিবার রাতে হাসপাতালটির আশপাশে ভয়াবহ বিমান হামলা চালিয়ে সেখানকারা পাঁচ স্টাফসহ অন্তত ৫৩ জনকে হত্যা করে। এরপর শুক্রবার হাসপাতালটিতে হানা দিয়ে সেখানকার সকল চিকিৎসক, নার্স, স্টাফ, আহত ও অসুস্থ রোগী এবং সেখানে আশ্রয় গ্রহণকারী ছিন্নমূল মানুষকে জোরপূর্বক হাসপাতালটি থেকে বের করে দেয়।

হাসপাতালটি খালি করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় দখলদার সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দু’দিনে আগেও যে হাসপাতালটিতে শত শত রোগী স্বাস্থ্যসেবা পাচ্ছিলেন সেটি এখন পুরোপুরি ভস্মিভূত ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার উত্তরাঞ্চলের আহত বা অসুস্থ রোগীদের সেবা দেয়ার মতো কোনো হাসপাতাল বা ক্লিনিক এখন আর অবশিষ্ট নেই।

এ সম্পর্কে হামাসের বিবৃতিতে বলা হয়েছে, কামাল আদওয়ান হাসপাতালের যেসব আহত ও অসুস্থ রোগী নিহত হয়েছেন এবং হাসপাতালটি ধ্বংস করে যাদের জীবন বিপন্ন করে তোলা হয়েছে তাদের সব দুর্দশার দায় ইহুদিবাদী ইসরাইল ও তার প্রধান দোসর আমেরিকাকে নিতে হবে।

বিবৃতিতে গাজায়  চলমান ভয়াবহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজকে নীরবতা ভেঙে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৮