গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় হুথি আন্দোলনের
(last modified Sat, 28 Dec 2024 04:55:12 GMT )
ডিসেম্বর ২৮, ২০২৪ ১০:৫৫ Asia/Dhaka
  • আব্দুস সালাম
    আব্দুস সালাম

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরী হুদায়দায় ভয়াবহ বিমান হামলা চালানোর পরও গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন।

আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম সানায় প্রকাশিত এক বিবৃতিতে এ প্রত্যয় জানিয়েছেন। তিনি বলেছেন, “ইহুদিবাদী সরকারের জেনে রাখা উচিত যে, আমাদের জনগণ এ ধরনের হামলার কারণে ফিলিস্তিনি জাতির প্রতি তাদের সমর্থন ত্যাগ করবে না।”

আব্দুস সালাম আরো বলেন, ইয়েমেন তার মানবিক ও ধর্মীয় নীতি ও দায়িত্ববোধের সঙ্গে কখনও আপোষ করবে না। তিনি সুস্পষ্ট করে বলেন, “ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালনে বিন্দুমাত্র দ্বিধা করবে না ইয়েমেন।”

তিনি সানা বিমানবন্দরসহ অন্যান্য বেসামরিক স্থাপনায় ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ‘ভয়াবহ অপরাধ’ বলে বর্ণনা করেন। হুথি আন্দোলনের এই মুখপাত্র বলেন, ইহুদিবাদী বাহিনী গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে পাশবিক পন্থা ব্যবহার করছে ইয়েমেনেও সেই একই অপকৌশল প্রয়োগ করছে। #

 পার্সটুডে/এমএমআই/২৮