তেহরানে হানিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করল হামাস
(last modified Mon, 30 Dec 2024 04:06:32 GMT )
ডিসেম্বর ৩০, ২০২৪ ১০:০৬ Asia/Dhaka
  • তেহরানে হানিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করল হামাস

ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার প্রক্রিয়া সম্পর্কে ইহুদিবাদী ইসরাইল নতুন করে যে দাবি করেছে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

হানিয়া হত্যাকাণ্ডের ব্যাপারে ইসরাইলের পক্ষ থেকে কথিত যে ‘বিস্তারিত বিবরণ’ প্রকাশ করা হয়েছে সংগঠনটি গতকাল (রোববার) এক বিবৃতিতে তা সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, তাদের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে তার গেস্টরুমে বোমা পেতে রেখে হত্যা করা হয়েছে বলে তেল আবিব যে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা।

গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি গেস্টহাউজে ইসরাইলি হামলায় হানিয়া নিহত হন। তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমন্ত্রিত অতিথি হিসেবে তেহরান সফরে এসেছিলেন।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, তাদের নিরাপত্তা বিভাগ ও ইরান কর্তৃপক্ষের যৌথ তদন্তে যে সত্য বেরিয়ে এসেছে তা হচ্ছে, ৭.৫ কেজি বিস্ফোরকবাহী দূর নিয়ন্ত্রিত একটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হানিয়াকে হত্যা করা হয়েছে।  ক্ষেপণাস্ত্রটি হানিয়ার মোবাইল ফোন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ওই হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। কিন্তু এখন নিজের সে অপরাধে অন্য কাউকে শামিল করার অশুভ উদ্দেশ্যে হানিয়ার কক্ষে বোমা পেতে রাখার গল্প তৈরি করেছে।#

 পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৩০