সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের ঘাঁটিতে হামলা চালালো আইআরজিসি
https://parstoday.ir/bn/news/event-i145404-সন্ত্রাসী_গোষ্ঠী_জয়শুল_আদলের_ঘাঁটিতে_হামলা_চালালো_আইআরজিসি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক ইউনিট সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের বিরুদ্ধে বিশাল অভিযান চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সন্ত্রাসী এই গোষ্ঠী। ইরানে জয়শুল আদল গোষ্ঠীটি জয়শুল জুলুম বলে পরিচিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২৪ ১১:৪৯ Asia/Dhaka
  • সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের ঘাঁটিতে হামলা চালালো আইআরজিসি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক ইউনিট সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের বিরুদ্ধে বিশাল অভিযান চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সন্ত্রাসী এই গোষ্ঠী। ইরানে জয়শুল আদল গোষ্ঠীটি জয়শুল জুলুম বলে পরিচিত।

দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে একজন শীর্ষ পর্যায়ের গোয়েন্দা পুলিশ কর্মকর্তা সন্ত্রাসী হামলায় শহীদ হওয়ার একদিন পর এই অভিযানের কথা প্রকাশ্যে এলো। অভিযান সম্পর্কে গতকাল (রোববার) ১১০তম সালমান ফারসি স্পেশাল অপারেশন্স ব্রিগেডের কমান্ডার সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনি বলেন, তাদের এই অভিযানে সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল আদলের তৎপরতা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

তিনি জানান, গত কয়েক মাস ধরে সিস্তান-বালুচিস্তান প্রদেশে আইআরজিসির পদাতিক ইউনিট এবং দেশের বিভিন্ন এলাকা থেকে অন্যান্য অপারেশন্স ইউনিট যৌথভাবে জয়শুল আদলের হুমকি নস্যাৎ করার জন্য অভিযান চালিয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠীকে কঠিন জবাব দেয়া হয়েছে।

সাইয়্যেদ মোহাম্মদ হোসেইনি বলেন, “নিরাপত্তার শহীদ” নামক এই অভিযানের সবচেয়ে বড় অর্জন হচ্ছে এ সময় সন্ত্রাসী গোষ্ঠীটির অনেকগুলো ঘাঁটি এবং কয়েকটি গ্রুপকে ধ্বংস করা সম্ভব হয়েছে। অভিযানের সময় সিস্তান-বালুচিস্তান প্রদেশের গভীর অভ্যন্তরে গোষ্ঠীটির ঘাঁটিগুলো চিহ্নিত করা এবং সেগুলোর ওপর ব্যাপক হামলা চালানো হয়। এতে তাদের তৎপরতা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

এসব অভিযানে আইআরজিসি’র পদাতিক বাহিনীর সাথে স্থানীয় জনগণ এবং উপজাতি নেতাদের কাঙ্খিত সমন্বয়েরও প্রশংসা করেন জেনারেল হোসেইনি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩০