দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনের প্রতি প্রধান উপদেষ্টার নির্দেশ
(last modified Mon, 30 Dec 2024 07:53:52 GMT )
ডিসেম্বর ৩০, ২০২৪ ১৩:৫৩ Asia/Dhaka
  • দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনের প্রতি প্রধান উপদেষ্টার নির্দেশ

বাংলাদেশে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ চেইন স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, আগের থেকে আয়ত্তে আনারও সুযোগ বর্তমানে আরও বেশি সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা ব্যবহার করে দ্রব্যমূল্য আয়ত্তে আনার ক্ষেত্রে আমরা যেন প্রতিযোগিতার মধ্যে থাকি।’

আজ (সোমবার) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দ্রব্যমূল্য কমানোর প্রতিযোগিতার আহ্বান জানিয়ে মাঠ প্রশাসনের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘যেহেতু অনেকগুলো জেলা আজ একসঙ্গে সংযুক্ত আছি। একসঙ্গে কথা বলছি। নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যায় যে, আমার এখানে দ্রব্যমূল্য আমরা ঠিক রাখতে পেরেছি। আমরা বাহবা দেবো ওই জেলাতে তারা খুবই সুন্দরভাবে করতে পেরেছে।

গত জুলাই অভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি  আরও বলেন, ‘এখানকার পরিস্থিতি একটু ভিন্ন। যেহেতু বিরাট অভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা যদি আমাদের কাজে-কর্মে প্রতিফলিত না হয়, তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক হবে।’

ড. ইউনূস বলেন, ‘যে পরিস্থিতিতে অভ্যুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করেই আমরা কাজকর্মগুলো করবো যাতে মানুষ মনে করে একটা বড় পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা যাতে মানুষের চোখে লাগে।’#

পার্সটুডে/জিএআর/৩০