অক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গজায় ৪০ দখলদার সেনা নিহত
https://parstoday.ir/bn/news/event-i145414-অক্টোবর_থেকে_এ_পর্যন্ত_উত্তর_গজায়_৪০_দখলদার_সেনা_নিহত
ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা অভিযান অব্যাহত রেখেছে। গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা এখনো ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছুঁড়ছে এবং গতকাল (রোববার) সেদরত শহর লক্ষ্য করে হামাস যোদ্ধারা অন্তত ৫টি রকেট ছোঁড়ে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২৪ ১৪:১৬ Asia/Dhaka
  • অক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গজায় ৪০ দখলদার সেনা নিহত

ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারা অভিযান অব্যাহত রেখেছে। গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা এখনো ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছুঁড়ছে এবং গতকাল (রোববার) সেদরত শহর লক্ষ্য করে হামাস যোদ্ধারা অন্তত ৫টি রকেট ছোঁড়ে।

এদিকে, গতকাল (রোববার) ইসরাইলের আর্মি রেডিও স্বীকার করেছে যে, গত অক্টোবর থেকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় দখলদার সেনারা আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত ৪০ জন সেনা নিহত হয়েছে।

এ সময় ইহুদিবাদী ইসরাইলের ৫,৫৪১ জন সেনা আহত হয়। চলমান গাজা আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইল সবচেয়ে বেশি সেনা হারাচ্ছে বলে ইসরাইলের ভেতরে অভিযোগ উঠেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি ও তথ্য অনুসারে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৮২৪ জন ইসরাইল সেনা নিহত হয়েছে। এরমধ্যে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং লেবাননে নিহত সেনারা অন্তর্ভুক্ত রয়েছে। তবে ফিলিস্তিনি এবং হিজবুল্লাহ যোদ্ধারা নিহত ইসরাইলি সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে নিশ্চিত করেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩০