শত্রুর মোকাবেলায় প্রতিরোধ ফ্রন্ট বিজয়ী হবে: আয়াতুল্লাহ খাতামি
(last modified Fri, 03 Jan 2025 11:52:45 GMT )
জানুয়ারি ০৩, ২০২৫ ১৭:৫২ Asia/Dhaka
  • খাতামি
    খাতামি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি শত্রুদের মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ মন্তব্য করেন।

আয়াতুল্লাহ খাতামি বলেন, প্রতিরোধ ফ্রন্টে রয়েছে সাহসী ও উদ্যমী মানুষ। তারা আল্লাহর সহযোগিতায় শত্রুদেরকে পদপিষ্ট করবে।

লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকী সম্পর্কে আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেন, তিনি ছিল আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং তার সমগ্র  অস্তিত্ব জুড়েই আল্লাহর প্রতি ভালোবাসা বিদ্যমান ছিল, এ কারণে আল্লাহ তাকে এই পৃথিবীতেই পুরস্কৃত করেছেন।

তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শত্রুরা নানা ভাবে জনগণের মধ্যে হতাশা তৈরির চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আল মাহদির রাষ্ট্রীয় মেহমান হিসেবে ইরাক সফরের সময় ২০২০ সালের ৩ জানুয়ারি ভোর রাতের দিকে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোনের বোমা হামলায় শহীদ হন জেনারেল সোলাইমানি। ওই একই হামলায় শহীদ হন ইরাকের জনপ্রিয় বাহিনী হাশদ্ আশ শাব্‌য়ি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপপ্রধান আবু মাহদি আল মুহানদিস। কয়েকজন ইরানি ও ইরাকি সেনা কর্মকর্তাও শহীদ হন সেই সন্ত্রাসী মার্কিন হামলায়।

ইরানে এখন ঐ ঘটনার বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।