জানমালের ক্ষয়ক্ষতির বিবরণ জানা যায়নি
ইয়েমেনের সা’দা শহরে নতুন করে বিমান হামলা চালাল ইঙ্গো-মার্কিন বাহিনী
-
ইয়েমেনের রাজধানী সানায় ৩১ ডিসেম্বরে হামলার দৃশ্য
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী মার্কিন ও ব্রিটিশ বাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় হুদায়দা প্রদেশে ইঙ্গো-মার্কিন বাহিনীর বোমা হামলার মাত্র কয়েক দিনের মাথায় সা’দায় নতুন করে এ হামলা চালানো হলো।
ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, পশ্চিমা সামরিক জোটের যুদ্ধবিমানগুলো গতকাল (রোববার) সা’দা শহরে তিন দফা বোমাবর্ষণ করেছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক বিবরণ পাওয়া যায়নি।
এর আগে গত ৩০ ডিসেম্বর ইঙ্গো-মার্কিন বাহিনী হুদায়দা প্রদেশে দু’টি বিমান হামলা চালায়। প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আত-তুহাইতা জেলায় ওই হামলা চালানো হয়। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল ওই হামলার খবর দিলেও তাতে ক্ষয়ক্ষতির বিবরণ জানায়নি, তবে স্থানীয় অধিবাসীরা বলেছেন, দু’টি শক্তিশালী বিস্ফোরণে তাদের ঘরবাড়ি কেঁপে উঠেছিল।
গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যখন ইসরাইলবিরোধী প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে তখন মার্কিন ও ব্রিটিশ বাহিনী দেশটির বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরাইলি বাহিনী গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করার পর ইয়েমেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে গাজাবাসীর পক্ষ অবলম্বন করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সমুদ্র অভিযানের ফলে লোহিত সাগর দিয়ে ইসরাইলে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত সমুদ্র বন্দর বর্তমানে কার্যত অচল হয়ে রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজায় দখলদার ইসরাইলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।