ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বক্তব্য দিলেন ফরাসি প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/event-i145692-ইরানের_পরমাণু_কর্মসূচির_বিরুদ্ধে_বক্তব্য_দিলেন_ফরাসি_প্রেসিডেন্ট
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার ইরানবিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি অবস্থায় চলে যাচ্ছে যেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৭, ২০২৫ ১০:০৫ Asia/Dhaka
  • ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বক্তব্য দিলেন ফরাসি প্রেসিডেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার ইরানবিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি অবস্থায় চলে যাচ্ছে যেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়।

তিনি গতকাল (সোমবার) রাজধানী প্যারিসে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই দাবি করেন। তিনি বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নবায়নের ব্যাপারে আলোচনায় অগ্রগতি না হলে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা ভাবতে হবে।

ম্যাকরন ইরানকে ফ্রান্স’সহ ইউরোপের প্রধান কৌশলগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট দাবি করেন, “ইরানের পরমাণু কর্মসূচির গতি বেড়ে যাওয়ায় আমরা এমন একটি অবস্থায় চলে যাচ্ছি যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়।”

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার মেয়াদ আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের অক্টোবরে শেষ হয়ে যাবে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমাদেরকে আগামী মাসগুলোতে একথা ভাবতে হবে যে, আমরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের দিকে যাব নাকি যাব না।

ম্যাকরন দাবি করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার প্রতি তেহরানের সমর্থনও ইউরোপের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর তার প্রশাসনের সঙ্গে ইরানের বিষয়টি নিয়ে ইউরোপকে কঠিন আলোচনায় লিপ্ত হতে হবে।

ইমানুয়েল ম্যাকরন এমন সময় এসব কথা বললেন যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ভবিষ্যত নিয়ে কথা বলার জন্য আগামী ১৩ জানুয়ারি ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির কূটনীতিকদের সঙ্গে ইরানের কূটনীতিকরা আলোচনায় বসবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/এসআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।