নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে আবারও বিক্ষোভে নেমেছেন ইহুদি বন্দিদের পরিবার
(last modified Thu, 09 Jan 2025 05:59:45 GMT )
জানুয়ারি ০৯, ২০২৫ ১১:৫৯ Asia/Dhaka
  • নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে আবারও বিক্ষোভে নেমেছেন ইহুদি বন্দিদের পরিবার

ইহুদিবাদী ইসরাইলে বন্দিদের পরিবারের সদস্যরা আবারো নেতানিয়াহুর মন্ত্রীসভার নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

ইরানের সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে সাহাব নেটওয়ার্ক জানিয়েছে যে ইহুদি বন্দিদের পরিবারগুলো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে তেল আবিবের রাস্তা অবরোধ করে এবং একইসঙ্গে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে অবিলম্বে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের দাবি জানায়।
সোমবার ইহুদি বন্দিদের পরিবারগুলো বিক্ষোভ সমাবেশ করে আবারও হামাসের সঙ্গে যত দ্রুত সম্ভব একটি চুক্তিতে পৌঁছাতে এবং বন্দি বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন। 

ইহুদিবাদী বন্দিদের পরিবার দাবি করেছিল যে নেতানিয়াহুর মন্ত্রিসভা যেন ফিলিস্তিনি প্রতিরোধকামীদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয় এবং ঘোষণা করে যে সমস্ত বন্দীকে অবিলম্বে এবং একত্রে মুক্তি দেয়া হবে। ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে আলোচনায় আরও দাবি আরোপ নিয়ে নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার জেদ থাকায়  যুদ্ধবিরতি চুক্তি হতে বাধা সৃষ্টি হচ্ছে। এতে  জনসাধারণের মনে ক্ষোভের জন্ম দিয়েছে এবং তারা নেতানিয়াহুর উপর চাপ বাড়িয়েছে।

আল আকসা তুফান অভিযান এবং গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হাতে বেশ কিছু ইহুদিবাদীর আটকের পর পনেরো মাস কেটে গেছে। ইসরাইলি সরকার এই অঞ্চলে ব্যাপক আগ্রাসন সত্ত্বেও ইসরাইলি বন্দীদের কেবল মুক্তি দিতে তারা ব্যর্থ হয়নি বরং তাদের মধ্যে বিপুল সংখ্যক বন্দি গাজা উপত্যাকার বিভিন্ন এলাকায় শাসকগোষ্ঠীর বিমান ও কামান হামলায় নিহত হয়েছে।#

পার্সটুডে/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।