আরো নিরাপদ ইরাক থেকে ইরান ব্যাপকভাবে উপকৃত হবে: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/event-i145766-আরো_নিরাপদ_ইরাক_থেকে_ইরান_ব্যাপকভাবে_উপকৃত_হবে_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী বলেছেন, ইরাক যত বেশি নিরাপদ হবে,এটি ইরানের জন্য তত বেশি লাভজনক হবে। একইসঙ্গে তিনি আরব এই দেশটিতে দখলদার মার্কিন বাহিনীর অবৈধ উপস্থিতির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৯, ২০২৫ ১৪:০৩ Asia/Dhaka
  • আরো নিরাপদ ইরাক থেকে ইরান ব্যাপকভাবে উপকৃত হবে: সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী বলেছেন, ইরাক যত বেশি নিরাপদ হবে,এটি ইরানের জন্য তত বেশি লাভজনক হবে। একইসঙ্গে তিনি আরব এই দেশটিতে দখলদার মার্কিন বাহিনীর অবৈধ উপস্থিতির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।

বুধবার রাজধানী তেহরানে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে এক বৈঠকে সর্বোচ্চ নেতা এই মন্তব্য করেন। তিনি বলেন, "ইরাক যত সমৃদ্ধ ও নিরাপদ হবে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য তত বেশি লাভজনক হবে। ইরাকে সমৃদ্ধি ও নিরাপত্তা প্রতিষ্ঠার দিকে সুদানীর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সর্বোচ্চ নেতা।

ইরাকে দখলদার মার্কিন বাহিনীর উপস্থিতিকে অবৈধ এবং তা ইরাকি জনগণ ও সরকারের স্বার্থের বিরুদ্ধে বলেও উল্লেখ করেন তিনি। তিনি জোর দিয়ে বলেন যে, ইরাকে নিজেদের উপস্থিতি আরো বাড়ানোর জন্য আমেরিকানদের প্রচেষ্টার ইঙ্গিত ও প্রমাণ রয়েছে। তিনি বলেন, মার্কিন দখলদারিত্বকে অবশ্যই প্রতিহত করতে হবে।

২০০৩ সালে আমেরিকা ইরাক আক্রমণ করে এই অজুহাতে যে সাবেক ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে যা পরে ভুল প্রমাণিত হয়। ২০১৪ সালে জাতিসংঘের কোনও আদেশ ছাড়াই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত করার জন্য সন্ত্রাসবাদের কথিত লড়াইয়ের অংশ হিসেবে আমেরিকা কয়েকটি পশ্চিমা মিত্রের নেতৃত্ব দেয়।

তবে, মার্কিন নেতৃত্বাধীন জোট দায়েশের বিরুদ্ধে মূলত অকার্যকর প্রমাণিত হয়েছিল। শেষ পর্যন্ত মোবিলাইজেশন ইউনিট যেটি হাশদ আল শাবি নামে পরিচিত তাদের সহায়তায় এবং সমর্থনে  ইরাকি সশস্ত্র বাহিনীর দ্বারা তাকফিরি গোষ্ঠীটি পরাজিত হয়।#  

পার্সটুডে/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।