ইরানের কারাগারে গুপ্তচরবৃত্তির অভিযোগ আটক সুইস নাগরিকের আত্মহত্যা
https://parstoday.ir/bn/news/event-i145790-ইরানের_কারাগারে_গুপ্তচরবৃত্তির_অভিযোগ_আটক_সুইস_নাগরিকের_আত্মহত্যা
ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগ আটক সুইজারল্যান্ডের একজন নাগরিক কারাগারে আত্মহত্যা করেছেন। ইরানের সেমনান প্রদেশের প্রধান বিচারপতি মোহাম্মাদ সিদ্দিক আকবারি এ খবর জানিয়ে বলেছেন, সেমনানের প্রধান কারাগারে এ ঘটনা ঘটেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১০, ২০২৫ ১৪:১৬ Asia/Dhaka
  • ইরানের কারাগারে গুপ্তচরবৃত্তির অভিযোগ আটক সুইস নাগরিকের আত্মহত্যা

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগ আটক সুইজারল্যান্ডের একজন নাগরিক কারাগারে আত্মহত্যা করেছেন। ইরানের সেমনান প্রদেশের প্রধান বিচারপতি মোহাম্মাদ সিদ্দিক আকবারি এ খবর জানিয়ে বলেছেন, সেমনানের প্রধান কারাগারে এ ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, আটক সুইস নাগরিক ডিভিশনপ্রাপ্ত বন্দি ছিলেন এবং তার সঙ্গে এক কক্ষে একজন ইরানি বন্দিও ছিলেন। বৃহস্পতিবার সকালে সুইস বন্দি তার ইরানি সহবন্দিকে তার জন্য খাবার আনতে অনুরোধ করেন। ওই সহবন্দি খাবার আনতে গেলে সুইস নাগরিক নিজ কক্ষে আত্মহত্যা করেন।

সুইস নাগরিক কীভাবে আত্মহত্যা করেছেন সে বিষয়ের প্রতি ইঙ্গিত না করে তিনি বলেন, জরুরি ভিত্তিতে ওই বিদেশি বন্দিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।  বিচারপতি আকবারি বলেন, সকল আলামত পরীক্ষা করে বিচার বিভাগ নিশ্চিত হয়েছে যে, আটক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

ওদিকে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে দেশটির এক নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, এ বিষয়ে সুইস সরকার ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। বিবৃতিতে বলা হয়েছে, তেহরানস্থ সুইস দূতাবাসের কর্মকর্তারা তাদের নাগরিকের মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১০